ফাগুনের আগুনে ভালোবাসার পরশ

প্রকৃতির চারিপাশে লেগেছে দোলা। শীতের রুক্ষ, হিমেল দিনের অবসান ঘটিয়ে জেগে উঠল বসন্ত।  বারো মাসে তেরো পার্বণের বাঙালি জীবনে দুই আনন্দ একই দিনে। বাসন্তী আবহ আর ভালোবাসা দিবসের লাল মিলেমিশে যোগ করেছে এবারের বসন্ত বরণ। ফাগুনের আগুনে মন রাঙিয়ে বাঙালিও মেতেছে বাসন্তী উৎসবে।

- Advertisement -

সোমবার (১৪ ফেব্রুয়ারি) পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস। দিবসটি উপলক্ষে জামালখানের ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে এবার আয়োজন করেছেন বর্ণাঢ্য অনুষ্ঠানের। ‘বাংলাদেশ দেখবে জামালখান, ভালোবাসা ছড়িয়ে পড়ুক সবার মাঝে’ শিরোনামে ডা. খাস্তগীর স্কুল সামনের চত্বরে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

- Advertisement -google news follower

ফাগুনের আগুনে ভালোবাসার পরশ | 272505881 993004041622723 85893766323480678 n Copy

এছাড়া বসন্ত উদযাপন বসন্তকে স্বাগত জানাতে ‘এসো মিলি প্রাণের উৎসবে’ প্রতিপাদ্যে চট্টগ্রামে পৃথক তিনটি মঞ্চে বসন্ত উৎসবের বর্ণিল আয়োজন চলছে। পাহাড়তলী শেখ রাসেল মাঠে বসন্ত উৎসব উদযাপন করছে আবৃত্তি সংগঠন বোধন, নগরের থিয়েটার ইনস্টিটিউটে করছে বোধন এর আরেকটি পক্ষ এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে করছে আবৃত্তি সংগঠন প্রমা।

- Advertisement -islamibank

ফাগুনের আগুনে ভালোবাসার পরশ | 272705827 690886938955089 2423981725537604473 n

নগরের পাহাড়তলী শেখ রাসেল মাঠে বসন্ত উৎসব আসা আয়রিন জান্নাত জয়নিউজকে বলেন, আমরা বসন্তকে বরণ করতে এসেছি, ঘুরবো, মজা করবো, আড্ডা দিব। বসন্তর মতো আমরা নতুন সাজে সেজে উঠলাম। বাসন্তী সাজা পুরোপুরি সম্ভব না হলেও কাছাকাছি সাজতে করেছি।

জামালখানে আসা সুতপা মজুমদার বলেন, এবছর করোনাকালের বছর। তবু বসন্ত তার কাল নিয়মে চলে এসেছে। আমরাও সবাই এই বসন্ত উদযাপন করে সেই করোনার যাতনা দূর করতে চাই।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM