অসহায়দের পাশে সাধ্যমতো সবাইকে দাঁড়াতে হবে: মেয়র নাছির

করোনা প্রাদুর্ভাবে এবারের ঈদে নেই উৎসবের আমেজ। এছাড়া কর্মহীন হযে পড়ায় খেটে খাওয়া নিম্নআয়ের পরিবারগুলোর দুবেলা খাবার জুটানোয় এখন দায়। এমন ৩০০ পরিবারের পাশে ‘ঈদ উপহার’ নিয়ে পাশে দাঁড়ালেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রলীগ নেতা মিজানুর রহমান বিপুল।

- Advertisement -

রোববার (১৭ মে) সকালে নগরের ১৫০ নিম্নবিত্ত পরিবারের মাঝে ‘ঈদ উপহার’ হিসেবে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। আন্দরকিল্লায় এ ‘ঈদ উপহার’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন।

- Advertisement -google news follower

অসহায়দের পাশে সাধ্যমতো সবাইকে দাঁড়াতে হবে: মেয়র নাছির | 97407772 555482095166281 3670725955946545152 n

এসময় সিটি মেয়র বলেন, এ সংকটকালীন সময়ে অসহায় মানুষদের পাশে নিজেদের সাধ্যমতো সকলকে দাঁড়াতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এ দুর্যোগ কাটিয়ে উঠতে পারবো।

- Advertisement -islamibank

তিনি আরো বলেন, সরকারি, চসিক পরিবার ও ব্যক্তিগত উদ্যোগে নগরের ৪ লাখ পরিবারের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। যারা বাকি রয়েছেন তারাও ত্রাণ প্রাপ্তি থেকে বঞ্চিত হবেন না, এটা আমাদের অঙ্গীকার। দুর্যোগ কাটিয়ে না ওঠা পর্যন্ত এ ত্রাণ সহযোগিতা অব্যাহত থাকবে।

এছাড়া চবিতে দৈনিক মজুরী ভিত্তিতে কাজ করা ক্যাম্পাসে বসবাসরত ১৫০ কর্মচারী পরিবারের মাঝেও বিতরণ করা হয় ঈদ উপহার। চবির প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এসময় আরো উপস্হিত ছিলেন চবি প্রক্টর প্রফেসর এস এম মনিরুল হাসান।

চবি ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক মিজানুর রহমান বিপুল বলেন, করোনা এখন মহামারী আকারে ধারণ করেছে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সংকটকালীন সময়ে অসহায় মানুষদের পাশে অনেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এ ঈদে যাতে এ অসহায় মানুষগুলো যাতে ঘরে একটু ভালো থাকে সে প্রয়াসটুকুই চালিয়েছি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

এ ত্রাণ বিতরণ কার্যক্রমে চবি ছাত্রলীগ নেতা প্রদীপ চক্রবর্তী দূর্জয়, মুজিবুর রহমান, সাদেক হোসাইন টিপু, রকিবুল হাসান রকি, নেছারুল করিম, ইয়াছির আরাফাত, মারুফ ইসলাম,  রায়হান রেজা, ফয়সাল খান, সৈয়দ আমিন হোসেন, তাসফিকুল আরেফিন রাতুল  ও  ফরাজী সজীব জাহেদ মির্জা প্রমুখ উপস্থিত ছিলেন ।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM