চট্টগ্রামের যেসব এলাকায় বৃহস্পতি-শুক্রবারও ব্যাংক খোলা থাকবে

শুরু হয়ে গেছে ঈদের ছুটি। বুধবার (১৯ এপ্রিল) সরকারি ছুটির মধ্যেও পোশাক কারখানাসংশ্লিষ্ট এলাকায় ব্যাংকের কিছু শাখা খোলা থাকবে। বিশেষ করে চট্টগ্রামে অবস্থিত তৈরি পোশাকশিল্পসংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা থাকবে।

- Advertisement -

এসব শাখা বুধবার থেকে টানা শুক্রবার পর্যন্ত খোলা থাকবে। বাংলাদেশ ব্যাংক গত বৃহস্পতিবার ছুটির মধ্যে পোশাক কারখানাসংশ্লিষ্ট এলাকায় ব্যাংক শাখা খোলা রাখার বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

- Advertisement -google news follower

ঈদুল ফিতরের আগে তৈরি পোশাকশিল্পসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান যাতে রপ্তানি বিল বিক্রয় এবং শ্রমিক, কর্মচারী-কর্মকর্তাদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ করতে পারে, সে লক্ষ্যে এসব শাখা খোলা রাখতে হবে। তবে সীমিত পরিসরে চলবে ব্যাংকিং কার্যক্রম।

বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম সূত্রে জানা গেছে, ঈদুল ফিতরের আগে আজ বুধবার আগামীকাল বৃহস্পতিবার এমনকি পরশুদিন শুক্রবারও চট্টগ্রাম বন্দর, ইপিজেড, নাসিরাবাদ, বায়েজিদ, কালুরঘাট, হাটহাজারী, কর্ণফুলী, সীতাকুণ্ড, অক্সিজেন, ফৌজদারহাট, বার আউলিয়া, কুমিরা এলাকার ব্যাংকসমূহ খোলা থাকবে।

- Advertisement -islamibank

প্রজ্ঞাপনে বলা হয়, বুধবার ও বৃহস্পতিবার ব্যাংক লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত। আর ২১ এপ্রিল ব্যাংক লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। এ সময়ে বাংলাদেশ ব্যাংকের ক্লিয়ারিং ব্যবস্থা চালু থাকবে।

তবে ক্লিয়ারিং ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে উল্লিখিত এলাকার বাইরে অবস্থিত কোনো ব্যাংক শাখার ওপর চেক দেয়া যাবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM