সোনালী ব্যাংকের সাথে স্যার আশুতোষ সরকারি কলেজের চুক্তি

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে সোনালী ব্যাংক লিমিটেডের সাথে স্যার আশুতোষ সরকারি কলেজের সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

বুধবার (১৬ নভেম্বর) বিকেলে সোনালী ব্যাংক লিমিটেড বোয়ালখালী শাখার উদ্যোগে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাঞ্চ ম্যানেজার শামসুর রহমান সুজন। এতে প্রধান অতিথি ছিলেন আগ্রাবাদ চট্টগ্রামের জেনারেল ম্যানেজার আলি আশরাফ আবু তাহের।

- Advertisement -google news follower

অনুষ্ঠানে ক্যাশ অফিসার কাজী মো. হাসানুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আগ্রাবাদ চট্টগ্রামের অফিস ম্যানেজার মো. শাহীন মিয়া, স্যার আশুতোষ সরকারি কলেজের সহকারী অধ্যাপক শরীফুর রহমান, লায়েজ মিয়া, পটিয়া প্রিন্সিপাল শাখার ডিজিএম খোন্দকার মাজহারুল কবির, সহকারী ম্যানেজার মোশাররফ হোসেন, ইয়াছিন আরাফাত ও মো. রেজাউল করিম।

এ চুক্তির কারণে স্যার আশুতোষ সরকারি কলেজের শিক্ষার্থীরা সোনালী পেমেন্ট গেটওয়ে (এসপিজি) এর মাধ্যমে বেতন, ভর্তি ফি সহ বিবিধ ফি অনলাইনে জমা, স্কুল ব্যাংকিং, স্টুডেন্ট সেভিংস হিসাব খোলা, ই-ওয়ালেট, সোনালী ই-সেবা এবং মোবাইল অ্যাপের ব্যবহার করতে পারবেন।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM