৭৮ দিনের মধ্যে সর্বোচ্চ শনাক্তের হার

দেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৪৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ১৪ দশমিক ৬১ শতাংশ। এটি গত ৭৮ দিনের মধ্যে সর্বোচ্চ শনাক্তের হার। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুও বেড়েছে। এ সময়ে মারা গেছেন ২৮ জন।

- Advertisement -

শনিবার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৬৪৩টি। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৮৪৭ জনের। দেশে এ পর্যন্ত মোট ৪ লাখ ৪৫ হাজার ২৮১ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬ হাজার ৩৫০ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩ লাখ ৬০ হাজার ৩৫২ জন।

- Advertisement -google news follower

গত ২৪ ঘণ্টায় পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৫৮ শতাংশ। এর আগে গত ৫ সেপ্টেম্বর সংক্রমণ শনাক্তের হার ছিল ১৫ দশমিক ১৮ শতাংশ। মাঝে সংক্রমণ শনাক্তের হার ১০ থেকে ১৩ শতাংশের মধ্যে ওঠানামা করেছে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া লোকজনের মধ্যে ১৮ জন পুরুষ ও ১০ জন নারী। দেশে এখন পর্যন্ত সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM