সেন্টমার্টিনে পরিত্যক্ত বস্তায় মিলল বিপুল বিদেশি মদ

কক্সবাজারের সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপসংলগ্ন কেয়াবন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে কোস্টগার্ড। এসময় অভিনব কায়দায় লুকায়িত ৩৫টি বস্তা থেকে ৫৮৫ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

- Advertisement -

শনিবার (১১ মার্চ) রাতে বাংলাদেশ কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবদুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

- Advertisement -google news follower

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিসিজির সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট রাগিব তানজুম স্বর্ণাভরের নেতৃত্বে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপসংলগ্ন কেয়াবন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপের কেয়াবনে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৩৫টি পরিত্যক্ত বস্তা দেখতে পাওয়া যায়। পরে কোস্টগার্ড সদস্যরা বস্তাসমূহ তল্লাশি করে ৫৮৫ বোতল বিদেশি মদ জব্দ করেন।

- Advertisement -islamibank

তিনি আরও জানান, জব্দ বিদেশি মদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM