গুলিস্তানে বিস্ফোরণ: নিহত ১৬ জনের পরিচয় মিলেছে

রাজধানীর গুলিস্তানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ জনে। তাদের মধ্যে দুজন নারী। নিহত সকলের নাম-পরিচয় পাওয়া গেছে।

- Advertisement -

তারা হলেন ১। ঢাকা বংশালের ১ নং সুরি টোলার বাসিন্দা মো. মমিনের ছেলে মো. সুমন (২১)। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার মেঘনা থানা এলাকায়। মাত্র ১০-১২ দিন আগে কাতার থেকে দেশে ফিরেছেন নিহত সুমন।

- Advertisement -google news follower

২। ঢাকার নারায়ণগঞ্জের ঢাকেশ্বরি ২ নং রোডের বাসিন্দা মৃত দুলাল মৃধার ছেলে ইসহাক মৃধা (৩৫)। গ্রামের বাড়ি বরিশাল জেলার কাজির হাট থানাচর সন্তোষপুর। লাশ সনাক্তকারী ফুফাতো ভাই হুমায়ুন কবির খান জানান, নিহত ইসকাক ইসলামপুরে কাপড়ের ব্যবসা করতেন।

৩। ঢাকা যাত্রাবাড়ির বাসিন্দা মোশাররফ হোসেনের ছেলে মুনসুর হোসেন (৪০)। সনাক্তকারী নিহতের ভায়রা মুরাদ হোসেন।

- Advertisement -islamibank

৪। ৯৭ লুৎফর রহমান লেন, আলু বাজারের বাসিন্দা মৃত মো. হোসেন আলীর ছেলে মো. ইসমাইল (৪২)। লাশ শনাক্ত করেছেন নিহতের ভাই আব্দুল কুদ্দুস।

৫। চাঁদপুর জেলার মতলব, পশ্চিম লালপুরের বিল্লাল হোসেনের ছেলে আল আমিন (২৩)। সনাক্তকারী ভাই মো. হাবিবুর রহমান জানান নিহত আল আমিন বিবিএ শিক্ষার্থী ছিলেন।

৬। কেরানীগঞ্জ দক্ষিণ চৈনকুটিয়া মাষ্টার বাড়ির জাহাঙ্গীর আলমের ছেলে রাহাত (১৮)। লাশ সনাক্ত করেছেন ভাই রাকিবুল হাসান।

৭। রাজধানীর চক বাজার থানাস্থ ১১৫/৭/৫ ইসলাম বাগের আবুল হাসেমের ছেলে মমিনুল ইসলাম (৩৮)।

৮। নিহত মমিনুল ইসলাম (৩৮) এর স্ত্রী নদী বেগম (৩৬)। নিহত এ দম্পতির লাশ সনাক্ত করেছেন চাচা জয়নাল আবেদীন।

৯। মুন্সিগঞ্জ জেলা সদরের সৈয়দপুর গ্রামের মৃত ছমির উদ্দিন আকনের ছেলে মাঈন উদ্দিন (৫০)। সনাক্তকারী ছেলে মাহমুদুল হাসান।

১০। বংশাল ৪৭ নং কে পি ঘোষ ষ্ট্রিটের বাসিন্দা ইউনুছ হোসেনের ছেলে নাজমুল হোসেন (২৫)। সনাক্তকারী খালাতো ভাই শোভন জানান, নিহত নাজমুল ওই ভবনের আজাদ স্যানিটারি দোকানের কর্মচারী ছিলেন।

১১। মানিকগঞ্জ চর বেউথা গ্রামের মৃত শেখ সাহেব আলীর ছেলে ওবায়দুল হাসান বাবুল (৫৫)। সনাক্তকারী জামাতা চাতক সিকদার।

১২। মুন্সিগঞ্জ, গজারিয়া থানা বালুয়া কান্দি গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলেআবু জাফর সিদ্দিক (৩৪)। সনাক্তকারী খালাত ভাই রাশেদুল হাসান।
১৩। বংশাল ১৮/১ আগামাসি লেনের বাসিন্দা মৃত আনোয়ারুল ইসলামের স্ত্রী আকুতি বেগম (৭০)। সনাক্তকারী খালত ভাই শাজাহান সাজু।

১৪। যাত্রাবাড়ী মীর হাজারীবাগের বাসিন্দা মৃত, কালাচান মিরের ছেলে মোঃ ইদ্রিস মির (৬০)। সনাক্তকারী ছেলে মো. রিফাত।

১৫। ঢাকা যাত্রাবাড়ি মাতুয়াইলের মৃত আলি মোহাম্মদ ভূঁইয়ার ছেলে নুরুল ইসলাম ভূইয়া (৫৫)। সনাক্তকারী ভাই মোহাম্মদ তাজুল ইসলাম ভূঁইয়া।
ও ১৬। বংশাল সিদ্দিক বাজার জাবেদ গলির বাসিন্দা হৃদয় (২০)।

মঙ্গলবার (৭ মার্চ) সাত ৭টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মাইকিং করে এই ঘোষণা দেওয়া হয়। ঘোষণা দেন ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অপারেশন) মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

এদিকে ক্ষতিগ্রস্ত ভবনটির নিচতলায় এখনো কিছু মানুষ আটকে আছেন বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার।

তিনি বলেন, বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনের নিচতলা ও বেজমেন্টের ভেতর থেকে মানুষের নড়াচড়ার শব্দ শুনতে পেয়েছি। অনেকের নড়াচড়া আমরা বুঝতে পেরেছি। তাদের এখনো উদ্ধার করা হয়নি।

শেষ খবর পাওয়া পর্যন্ত ১৬ জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসেছে। আহত হয়ে শতাধিক হাসপাতালে চিকিৎসাধীন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM