ভারতে ১৪ ফেব্রুয়ারি গরু আলিঙ্গন দিবস

ইতিবাচকতা ছড়িয়ে দিতে এবং সম্প্রীতিকে উৎসাহিত করতে ১৪ ফেব্রুয়ারি ‘গরু আলিঙ্গন দিবস’ উদযাপন করার জন্য অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে ভারতের পশু কল্যাণ বোর্ড।

- Advertisement -

প্রতিবছর ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসা দিবস পালিত হয়।

- Advertisement -google news follower

পশুপালন ও ডেইরি বিভাগের অধীনে পশু কল্যাণ বোর্ডের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সব গো-প্রেমীরা মা গরুর গুরুত্বের কথা মাথায় রেখে ১৪ ফেব্রুয়ারিকে গরু আলিঙ্গন দিবস হিসেবে পালন করতে পারে এবং জীবনকে সুখ ও ইতিবাচক শক্তিতে পূর্ণ করতে পারে।’

এতে আরও বলা হয়, গরুকে জড়িয়ে ধরার মাধ্যমে ‘মানসিক সমৃদ্ধি’ আসবে এবং ‘ব্যক্তিগত ও সমষ্টিগত সুখ’ বাড়বে।

- Advertisement -islamibank

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পশ্চিমা সংস্কৃতির অগ্রগতির কারণে বৈদিক ঐতিহ্যগুলো প্রায় বিলুপ্তির পথে। পশ্চিমা সভ্যতার ঝলকানি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে প্রায় ভুলিয়ে দিয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নোটিশ জারি করা হয়েছে বলেও জানান কর্মকর্তারা।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM