২৮ কেজির ভোল মাছ সাড়ে আট লাখে বিক্রি

বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে ২৮ কেজি ওজনের একটি ভোল মাছ। গত বৃহস্পতিবার সকালে রামপালের জেলে সবুর সিকদারের জালে মাছটি ধরা পড়ে। সারে আট লাখ টাকায় মাছটি বিক্রি করা হয়েছে।

- Advertisement -

দুবলার আলোর কোলের জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজি জানান, দুবলার চর সংলগ্ন সাগরে মাছটি ধরা পড়ার পর আলোরকোল চরের মাছের ডিপোতে নিয়ে আসা হয়। মেপে দেখা যায় মাছটির ওজন ২৮ কেজি । বৃহস্পতিবার বিকেলে খুলনার মৎস্য ব্যাবসায়ী মোঃ মাসুম আলী সারে আট লক্ষ টাকায় কিনে নেন।

- Advertisement -google news follower

দুবলা ফরেস্ট টহল অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হারুন অব্দুর রশীদ জানান, এটি পোয়া প্রজাতির সামুদ্রিক মাছ। কৈয়া ভোল নামে বেশী পরিচিত। এটি অনেক দামী একটি মাছ। মাঝে মধ্যে জেলেদের জালে ধরা পড়ে। এ মাছ পেলে জেলেরা লাভবান হন।

বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতালের ল্যাবরেটরি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ বদিউজ্জামান রাসেল জানান, ভোল মাছের ফুসফুস মেডিক্যাল সার্জিকেলের সুক্ষসুতা তৈরির কাজে ব্যাবহৃত হয়।
জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM