ফুটবলকে বিদায় জানালেন পিকে

বর্ণিল ক্যারিয়ারের ইতি টানছেন বার্সেলোনা ডিফেন্ডার জেরার্ড পিকে। হঠাৎ ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন পিকে।

- Advertisement -

ভিডিও বার্তায় তিনি জানান, আগামীকাল শনিবার ক্যাম্প ন্যুতে আলমেরিয়ার বিপক্ষে ম্যাচটিই হবে, তার ক্যারিয়ারের শেষ ম্যাচ।

- Advertisement -google news follower

পিকে বলেন, ২৫ বছর হয়ে গেল আমার বার্সেলোনায় যোগ দেওয়ার। আমি চলে গিয়েছিলাম, আবার ফিরে এসেছি। ফুটবল আমাকে সবকিছু দিয়েছে। বার্সেলোনা আমাকে সবকিছু দিয়েছে। আপনারা, আমাকে সবকিছু দিয়েছেন।

শনিবারের ম্যাচটিই তার ক্যারিয়ারের শেষ জানিয়ে তিনি বলেন, আমি সব সময়ই বলেছি, বার্সেলোনার পর কোনো দল থাকবে না, তেমনই হবে। এই শনিবার ক্যাম্প ন্যুতে আমার শেষ।

- Advertisement -islamibank

২০০৪ সাল পর্যন্ত বার্সেলোনা যুব খেলোয়াড় ছিলেন পিকে।

ওই বছর যোগ দেন ম্যানচেস্টার ইউনাইটেডে। চার বছর ওল্ড ট্রাফোর্ডে কাটানোর পর বার্সায় ফিরে যান আবার। বার্সেলোনায় ৬০০-এর বেশি ম্যাচ খেলেছেন। আটটি লা লিগা, তিনটি চ্যাম্পিয়নস লিগ, সাতটি কোপা ডেল রে জিতেছেন ক্লাবটির হয়ে।

২০১০ সালে স্পেনের হয়ে বিশ্বকাপ এবং ২০১২ সালে ইউরো জিতেছিলেন পিকে।

২০১৮ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন তিনি।
জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM