ইউক্রেনে মার্কিন সাংবাদিককে গুলি করে হত্যা

0

ইউক্রেনের রাজধানী কিয়েভের পাশের শহর ইরপিনে ব্রেন্ট রেনড (৫০) নামে এক মার্কিন সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর এই প্রথম কোনো বিদেশি সাংবাদিকের মৃত্যুর সংবাদ পাওয়া গেল।

কিয়েভের পুলিশ প্রধান আন্দ্রি নেবিতোভ বলেছেন, ওই সাংবাদিককে লক্ষ্য করে গুলি করে রাশিয়ান সেনারা। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যদিও এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি রাশিয়া।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM