রুশ শীর্ষ কমান্ডার নিহতের দাবি ইউক্রেনের

ইউক্রেনের খারকিভের কাছে সংঘাতের সময় রাশিয়ার সেনাবাহিনীর একজন শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন।

- Advertisement -

ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা পরিষেবা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

- Advertisement -google news follower

মঙ্গলবার (৮ মার্চ) বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। খবর বিবিসি

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, ভিতালি গেরাসিমভ ছিলেন একজন মেজর জেনারেল, চিফ অফ স্টাফ এবং রাশিয়ার সেন্ট্রাল মিলিটারি ডিস্ট্রিক্টের ৪১তম সেনাবাহিনীর প্রথম ডেপুটি কমান্ডার।

- Advertisement -islamibank

এছাড়া হামলায় আরও বেশ কয়েকজন জ্যেষ্ঠ রুশ সেনা কর্মকর্তাও নিহত ও আহত হয়েছেন।

ইউক্রেনের গোয়েন্দারা বলছেন, গেরাসিমভ দ্বিতীয় চেচেন যুদ্ধ এবং সিরিয়ায় রাশিয়ার সামরিক অভিযানে অংশ নিয়েছিলেন। তিনি ‘ক্রিমিয়া প্রত্যাবর্তনের জন্য’ একটি পদক পেয়েছিলেন।

এর আগে ৪১তম কম্বাইনড আর্মস আর্মি অব রাশিয়ার উপ-কমান্ডার মেজর জেনারেল অ্যান্ড্রেই সুখোভাস্তি নিহত হন। বুধবার রুশ সামরিক বাহিনী ইউক্রেনের প্রতিরোধের মুখে পড়লে তিনি নিহত হন।

২০২১ সালের অক্টোবরে ৪১তম ডিভিশনের উপ-কমান্ডের দায়িত্ব দেওয়া হয়েছিল অ্যান্ড্রেই সুখোভাস্তিকে। এর আগে বছরতিনেক নভোরসিয়াস্কে তিনি সপ্তম এয়ারবোর্ন অ্যাসল্ট ডিভিশনের কমান্ডার ছিলেন।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM