এইচএসসি: চট্টগ্রামে বেশি পাস ও জিপিএ-৫ পেয়েছে ছাত্রীরা

0

চট্টগ্রামে এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্তি ও পাসের হারে ছাত্রদের চেয়ে এগিয়ে আছে ছাত্রীরা।

রোববার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১২টায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের প্রকাশির ফলাফলে দেখা যায়, ২০২১ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় ২৬৭টি কলেজের ১ লাখ ১ হাজার ১০২ জন ছাত্র-ছাত্রী অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ১ লাখ ২১ হাজার ৮৮৮ জন।

ছাত্রদের পাসের হার ৮৬ দশমিক ৮৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৫০ জন ছাত্র। তবে ছাত্রীদের পাসের হার ৯১ দশমিক ৮৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৬৭০ জন ছাত্রী।

ফলাফলে তিনটি শাখার মধ্যে বিজ্ঞানে ৯২ দশমিক ২০ শতাংশ, ব্যবসায় শিক্ষা বিভাগে ৮৮ দশমিক ৫৮ শতাংশ এবং মানবিকে পাস করেছে ৮৮ দশমিক ৭৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

জয়নিউজ/হিমেল/পিডি

আরও পড়ুন
লোড হচ্ছে...
×