চকরিয়ায় সড়কে ৫ ভাই নিহতের ঘটনায় পিকআপ চালক আটক

চকরিয়ায় বেপরোয়া পিকআপের চাপায় পাঁচ ভাই নিহত হওয়ার ঘটনায় পিকআপটির চালককে আটক করেছে র‌্যাব।

- Advertisement -

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাত পৌনে একটার দিকে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

- Advertisement -google news follower

র‌্যাব জানায়, আটক হওয়া পিকআপচালকের নাম সাহিদুল ইসলাম ওরফে সাইফুল। তাঁকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আটক করা হয়েছে। এ বিষয়ে আজ শনিবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

গত ৩০ জানুয়ারি মারা যান চকরিয়ার সুরেশ চন্দ্র সুশীল। গত মঙ্গলবার তাঁর ধর্মীয় আচার শেষে স্থানীয় একটি মন্দির থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন সুরেশ চন্দ্রের পাঁচ ছেলে। কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলা অংশের মালুমঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -islamibank

এছাড়া গুরুতর আহত আরেক ভাই রক্তিম সুশীল (৩২) চট্টগ্রাম নগরের একটি জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি রয়েছেন। আরেক ভাই প্লাবন সুশীল (২৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও বোন হীরা সুশীল (২৮) চকরিয়ার মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM