দুই সংস্থাকে ৯ মিলিয়ন ডলার সহায়তা দেবে জাপান

বাংলাদেশে ডাব্লিউএফপি এবং আইওএমকে তাদের কার্যক্রমের জন্য ৯ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিচ্ছে জাপান সরকার।

- Advertisement -

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ঢাকার জাপান দূতাবাস এ তথ্য জানিয়েছে।

- Advertisement -google news follower

ডাব্লিউএফপিকে প্রায় ৪.৫৫ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে জাপান। কক্সবাজার, ঈশ্বরদী এবং পটুয়াখালী জেলায় এ সহায়তার আওতায় কৃষি অবকাঠামো উন্নয়ন ও গ্রামীণ কৃষকদের সঙ্গে বাজারের ব্যবস্থাপনা জোরদার করা হবে।

এদিকে আইওএমকে প্রায় ৪.৪৭ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে জাপান। কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির ও স্থানীয় সম্প্রদায়ের জন্য গভীর নলকূপ স্থাপন, আশ্রয়কেন্দ্র নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রম, চিকিৎসা সুবিধা এবং ল্যাট্রিনগুলোর রক্ষণাবেক্ষণে এ টাকা ব্যয় করা হবে।

- Advertisement -islamibank

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM