ইউপি নির্বাচন: সাতকানিয়ায় চেয়ারম্যান পদে জয়ী হলেন যারা

সংঘর্ষ আর দুইজনের প্রাণহানির মধ্য দিয়ে শেষ হয়েছে সাতকানিয়ার ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনে ১৬টি ইউপির মধ্যে চেয়ারম্যান পদে ৪টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ১২টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়।

- Advertisement -

সোমবার (৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত চেয়াম্যান পদে ১২ ইউপির নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ৮টি ও স্বতন্ত্র প্রার্থীরা ৪টিতে বিজয়ী হয়েছেন।

- Advertisement -google news follower

নির্বাচনে বিজয়ী প্রার্থীরা হলেন- চরতি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. রুহুল্লাহ চৌধুরী, আমিলাইষ ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী মোজাম্মেল হক চৌধুরী, নলুয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. লেয়াকত আলী, কাঞ্চনা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী রমজান আলী, খাগরিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মো. আকতার হোসেন, কালিয়াইশ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী হাফেজ আহমদ, ঢেমশা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মির্জা আসলাম সরওয়ার রিমন, ধর্মপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী নাছির উদ্দিন টিপু, বাজালিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী তাপস কান্তি দত্ত, পশ্চিম ঢেমশা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী রিদুয়ানুল ইসলাম সুমন, ছদাহা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোরশেদুর রহমান এবং সোনাকানিয়া ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী মো. জসিম উদ্দিন জয় পেয়েছেন।

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- কেঁওচিয়ায় ইউনিয়নে মো. ওছমান আলী, সাতকানিয়া সদর ইউনিয়নে মোহাম্মদ সেলিম উদ্দিন, পুরানগড় ইউনিয়নে আ ফ ম মাহাবুবুল হক সিকদার ও মাদার্শা ইউনিয়নে আবু নঈম মোহাম্মদ সেলিম।

- Advertisement -islamibank

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM