সাতকানিয়ার ১৬ ইউনিয়নে ভোট সোমবার

0

সপ্তমধাপের ইউপি নির্বাচনে সাতকানিয়া উপজেলার ১৬টি ইউনিয়নে সোমবার (৭ ফেব্রুয়ারি) ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘিরে এরই মধ্যে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।

এ উপজেলার ৪ ইউনিয়নে্ ইতোমধ্যে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে না। তবে ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে, নির্বাচনের দিন ভোটকেন্দ্রে সংঘাত এড়াতে প্রতিটি কেন্দ্রে মোতায়েন থাকবে ৬ সদস্যের পুলিশ টিম। এছাড়াও ৫ প্লাটুন বিজিবির পাশাপাশি র্যাবের ৬টি টহল টিম দায়িত্ব পালন করবে।

উপজেলায় ২ লাখ ৪৬ হাজার ৯০৩ জন ভোটার রয়েছে। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩২ হাজার ৫০৫ জন এবং মহিলা ভোটার ১ লাখ ১৪ হাজার ৩৯৮ জন।

জয়নিউজ/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM