নেপালে তুষার ঝড়ে ৯ পর্বতারোহী নিহত

0

নেপালে শক্তিশালী তুষার ঝড়ে নয় পর্বতারোহী নিহত হয়েছেন। পশ্চিমাঞ্চলে হিমালয়ের চূড়ায় এই দুর্ঘটনা ঘটে।

নেপালি পুলিশ জানায়, ঝড় শুরু হলে গুরজা পর্বতের ব্যাস ক্যাম্পে দক্ষিণ কোরিয়ার পাঁচ সদস্যের একটি আরোহী দল সেখানে অবস্থান করছিল। তাদের সঙ্গে গাইডার হিসেবে চার নেপালিও ছিলেন।

শনিবার (১৩ অক্টোবর) ভোরে উদ্ধারকারী দল ক্যাম্পের ধ্বংসস্তূপের মধ্যে নয় পর্বতারোহীর মৃতদেহ দেখতে পায়। কিন্তু ঝড়ো বাতাস এবং তুষারপাতের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

স্থানীয় গণমাধ্যম জানায়, তুষার ঝড়ে দক্ষিণ কোরিয়ার প্রখ্যাত পর্বতারোহী কিম চ্যাং হো নিহত হয়েছেন। কোনো অক্সিজেন সিলিন্ডার ব্যবহার না করেই বিশ্বের সবচেয়ে উঁচু ১৪টি পর্বত জয় করেন কিম।-বিবিসি

জয়নিউজ/আরসি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM