শপথ নেওয়ার আগেই মারা গেলেন বিচারপতি নাজমুল আহাসান

0

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান মারা গেছেন।

শপথ নেওয়ার আগেই বিচারপতি নাজমুল আহাসানের মৃত্যু

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) ভোর ৬টা ১৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়।

সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিচারপতি নাজমুল আহাসান সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছিলেন। অবস্থা জটিল হওয়ায় চিকিৎসার জন্য তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ (শুক্রবার) তার মৃত্যু হয়।

এর আগে গত ৮ জানুয়ারি আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ পান নাজমুল আহাসান। পরদিন ৯ জানুয়ারি শপথ নেওয়ার কথা ছিল তার। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ায় তিনি শপথ নিতে পারেননি।

নাজমুল আহাসান ২০১০ সালের ১৮ এপ্রিল হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। পরে ২০১২ সালের ১৫ এপ্রিল স্থায়ী হন।

জয়নিউজ/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM