বাকলিয়ায় ভবনে আগুন, দগ্ধ ২ বোন

0

বাকলিয়ার রাহাত্তারপুল এলাকায় একটি পাঁচতলা ভবনের ওপরের তলায় অগ্নিকাণ্ডে ২ বোন দগ্ধ হয়েছেন।

তারা হলেন- আলাউদ্দীন খালেদের মেয়ে সাবরিনা খালেদ (২৩) ও সামিয়া খালেদ (১৮)। তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে চন্দনপুরা ফায়ার স্টেশনের দুইটি টিম এসে দগ্ধ দুইজনকে উদ্ধার করে।

চন্দনপুরা ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মো. শহিদুল ইসলাম বলেন, আমাদের দুটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে দগ্ধ দুই নারীকে উদ্ধার করে। বিস্ফোরণে ভবনটির পঞ্চম তলার একটি ফ্ল্যাটের দরজা ভেঙে গেছে। এছাড়া পাশের দুটি ফ্ল্যাটের দরজা ও জানালার কাচ ভেঙে গেছে।

জয়নিউজ/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM