দুই বাসযাত্রীর ব্যাগে পাওয়া গেল ১১৯ বোতল ফেনসিডিল

0

সীতাকুণ্ডে দুই বাসযাত্রীর ব্যাগে তল্লাশি চালিয়ে ১১৯ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব। এসময় মাদক পাচারের দায়ে দুই যুবককেও আটক করা হয়।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলো-কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকার মো. ইসমাইল হোসেন (২২) ও একই এলাকার মেহেরাজ হোসেন (২২)

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া)মোঃ নূরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভাটিয়ারী এলাকায় একটি চেকপোস্ট বসানো হয়। এসময় একটি বাসে তল্লাশি চালালে দুই বাসযাত্রীর ব্যাগে ১১৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, আটক আসামিরা ফেনীর সীমান্তবর্তী এলাকা হতে মাদক সংগ্রহ করে  ঢাকা, চট্টগ্রাম ও চাঁদপুরসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ীদের নিকট পাচার করে আসছে।

জয়নিউজ/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM