পূজার কারণে কর্মসূচি পেছাল বিএনপি

0

দুর্গাপূজার কারণে কালো পতাকা মিছিল এবং মহিলা দল ও শ্রমিকদল ঘোষিত মানববন্ধন কর্মসূচির তারিখ পিছিয়েছে বিএনপি।

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের যাবজ্জীবন সাজার রায়ে এই কর্মসূচি দেয় বিএনপি। শনিবার (১৩ অক্টোবর) রাজধানীর নয়া পল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পরিবর্তিত কর্মসূচির কথা জানান।

তিনি বলেন, আমাদের ১৬ অক্টোবরের কালো পতাকা মিছিল কর্মসূচি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার কারণে ২১ অক্টোবর পালিত হবে। একই কারণে মহিলা দলের ১৭ অক্টোবরের মানববন্ধন ২০ অক্টোবর এবং শ্রমিকদলের ১৮ অক্টোবরের মানববন্ধন কর্মসূচি পালিত হবে ২২ অক্টোবর।

এ সময় রিজভী বলেন, শুক্রবার (১২ অক্টোবর) পর্যন্ত সারাদেশে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে ৪ হাজার ১৮২টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৪ হাজার ৯৭৬ জনকে। এসব মামলায় জ্ঞাত আসামি করা হয়েছে ৮৮ হাজার ৭৭১ জনকে এবং অজ্ঞাত আসামি করা হয়েছে ২ লাখ ৭৭ হাজার ৮০৭ জনকে।

তিনি বিভিন্ন জেলায় বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারের নিন্দা জানিয়ে তাদের মুক্তির দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন আবদুস সালাম, আবদুল হাই শিকদার, সানাউল্লাহ মিয়া, আবদুস সালাম আজাদ, মুনির হোসেন, হাসান জাফর তুহিন।

জয়নিউজ/আরসি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM