চট্টগ্রামে করোনা: একদিনে ৩ মৃত্যু, শনাক্ত ৭২৯

0

চট্টগ্রামে একদিনের ব্যবধানে ৩ জন করোনায় মারা গেছেন। একইসময়ে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৯৮৯টি নমুনা পরীক্ষা করে ৭২৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২০ হাজার ৪৪৩ জন।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১৪টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ১৮৫ নমুনায় ৫৭ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজে ১৩১ নমুনায় ৫৬ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২১ নমুনায় ১৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এছাড়া বেসরকারি আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২৭৬ নমুনায় ৪৬ জন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ১৯৮ নমুনায় ২৫ জন, ইপিক হেলথ কেয়ারে ৯৩ নমুনায় ৩১ জন, মেডিকেল সেন্টার হাসপাতালে ২৩২ নমুনায় ৩১ জন, মেট্রোপলিটন হাসপাতালে ১৭ নমুনায় ৫ জন, এন্টিজেন টেস্টে ৩১৪ নমুনায় ৫৪ জন, এবং ল্যাবএইডে ১ নমুনায় ১ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
তবে আরটিআরএলে ৩ নমুনায় কারো করোনা পাওয়া যায়নি।

এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজে এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কোনো নমুনা পরীক্ষা হয়নি।

নতুন আক্রান্ত ৫৩০ জন নগরের ও ১৯৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা রয়েছেন।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM