ইট চুরিতে বাধা: পেকুয়ায় দুর্বৃত্তের হামলায় ৩ গ্রাম পুলিশ আহত

কক্সবাজারে পেকুয়ায় সড়কের ইট চুরির সময় বাধা দিতে গিয়ে দুর্বৃত্তের হামলায় তিন গ্রাম পুলিশ গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে একজন নারী গ্রাম পুলিশও রয়েছে।

- Advertisement -

রোববার (৩০ জানুয়ারি) দুপুরে মগনামা ইউনিয়নে  কাজী মার্কেট-মটকাভাঙ্গা সড়কে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, মগনামা ইউনিয়ন পরিষদের নারী গ্রাম পুলিশ বুলু আরা বেগম (৩০), গ্রাম পুলিশ মোস্তাক আহমদ ও গ্রাম পুলিশ মোস্তাফা কামাল।

- Advertisement -google news follower

প্রত্যক্ষদর্শীরা জানান, মগনামা ইউনিয়নের কাজী মার্কেট-মটকাভাঙ্গা সড়কের ইট চুরি করে নিয়ে যাচ্ছিলেন কোদাইল্যা দিয়া গ্রামের আশরাফ মিয়ার ছেলে আবদুল হাকিমের নেতৃত্বে একদল দুর্বৃ্ত্ত। ইট চুরির সংবাদ পেয়ে দুপুরে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো: ইউনুচ চৌধুরী পরিষদ থেকে কয়েকজন গ্রাম পুলিশকে ঘটনাস্থলে পাঠান।  এসময় আবদুল হাকিম স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গ্রাম পুলিশদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে আবদুল হাকিমের নেতৃত্বে আরিফ, আবদুল মান্নানসহ একদল সন্ত্রাসী গ্রাম পুলিশের উপর লোহার রড ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া সরকারী হাসপাতালে ভর্তি করে।

মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ইউনুচ চৌধুরী বলেন,  সড়কের ইট চুরি বাধা দিতে গিয়ে ৩ গ্রাম পুলিশ সন্ত্রাসী হামলায় আহত হয়েছে।

- Advertisement -islamibank

পেকুয়া থানার ওসি (তদন্ত) কানন সরকার জানান, মগনামায় সড়কের ইট চুরি নিয়ে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

জয়নিউজ/গিয়াস/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM