করোনা শনাক্তের হারে রেকর্ড

0

দেশে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৪৪০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ে শনাক্তের হার দাঁড়িয়েছে রেকর্ড ৩৩ দশমিক ৩৭ শতাংশে।

শুক্রবার (২৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ২৯২ জনের নমুনা সংগ্রহ করা হয়। এ সময়ে ৪৬ হাজার ২৬৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর বিপরীতে ৩৩ দশমিক ৩৭ শতাংশের করোনা শনাক্ত হয়েছে।

করোনার শুরু থেকে এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ২৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনায় ২০ জনের মৃত্যু হয়েছে। এপর্যন্ত মোট ২৮ হাজার ৩০৮ জনের মৃত্যু হয়েছে।

দেশে সর্বোচ্চ শনাক্তের হার দেখা যায় ২০২০ সালের ১২ জুলাই। সেদিন দেশে ৮ হাজার ৬৮টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৬৬৬ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ৩৩ দশমিক ০৪৪ শতাংশ। ২০২১ সালের ২৮ জুলাই এক দিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM