চট্টগ্রামে করোনা: একদিনে ৩ মৃত্যু, শনাক্ত ৭৪২

চট্টগ্রামে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত বেড়ে ৭৪২ জনে দাঁড়িয়েছে। করোনা নমুনা পরীক্ষার তুলনায় আক্রন্ত হার ২৫ দশমিক ৭৪।

- Advertisement -

সেই সাথে এইদিনে মারা গেছেন ৩ জন। এনিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫ হাজার ৭১৯ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৩৮ জনে

- Advertisement -google news follower

সোমবার (১৭ জানুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, ১৩ ল্যাবে ২ হাজার ৮৮৩ নমুনা পরীক্ষা করা হয়।

সরকারি বিআইটিআইডিতে ৩৪৮ নমুনায় ৬১ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজে ২৩২ নমুনায় ৯৩ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩৯ নমুনায় ২৯ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।
বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ৬৩৮ নমুনা পরীক্ষায় ১১৮ জন, শেভরনে ৪২৫ নমুনায় ৮৪ জন, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২৫১ নমুনায় ৩৮ জন, ইপিক হেলথ কেয়ারে ১৫৩ নমুনায় ৬০ জন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ১৫৩ নমুনায় ১৭ জন, মেডিকেল সেন্টার হাসপাতালে ১৪৩ নমুনায় ২৪ জন, মেট্রোপলিটন হাসপাতালে ১১৩ নমুনায় ৪২ জন,

- Advertisement -islamibank

এছাড়া আরটিআরএলে ৪৭ নমুনায় ৩০ জন, এন্টিজেন টেস্টে ৩৩৭ নমুনায় ১৪৬ জনের করোনা আক্রান্ত হয়েছে।
তবে ভেটেরিনারি ও এনিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে এদিন কোনো নমুনা পরীক্ষা হয়নি।

নতুন আক্রান্তদের মধ্যে ৫৯৭ জন নগর এবং ১৪৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা রয়েছেন।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM