চট্টগ্রামে লাগামহীনভাবে বাড়ছে করোনা আক্রান্ত

0

চট্টগ্রামে করোনার সংক্রমণ যেন লাগামহীন ভাবে কাড়ছে করোনা আক্রান্ত। চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৫৫০ জন। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ২৭ দশমিক ৭৩ শতাংশ। মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪ হাজার ৯৭৭ জন।

তবে এদিন মারা যাননি কেউ। জেলায় এ পর্যন্ত মোট মারা গেছে ১ হাজার ৩৩৫ জন।

রোববার (১৬ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১ হাজার ৯৮৩টি।

এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৫ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৯৭ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৩৪ জনের করোনা পজেটিভ হয়েছে।

এছাড়া বেসরকারি অ্যান্টিজেন টেস্টে ২৩৮ জন, শেভরন হাসপাতাল ৫৯ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩২ জন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ৩২ জন, ল্যাব এইড হাসপাতাল ল্যাবে ৩ জন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ২৫ জন এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ল্যাবে ১৫ জনের শরীরে করোনার আক্রান্ত হয়েছে।

নতুন আক্রান্তদের মধ্যে ৩৬২ জন নগর এলাকার ও ১৮৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা রয়েছেন।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM