ভোগ্যপণ্যের বাজারে মিলছে না স্বস্তি

0

বাজারে শীতের সবজির সরবরাহ থাকলেও কমছে না দাম। এদিকে কিছুটা কমেছে মুরগির দাম। গত সপ্তাহের সতো বিক্রি হচ্ছে মাছ। তবে এছাড়া অন্যান্য নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যে দামের উর্ধ্বগতি থাকায় স্বস্তি মিলছে না ক্রেতাদের।

শুক্রবার (১৪ জানুয়ারি) নগরের রিয়াজউদ্দীন বাজার, চকবাজার, কাজীর দেউড়ি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

বাজারে প্রতিকেজি ফুলকপি ৩০ টাকা, শসা ৩০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ থেকে ৪০ টাকা, টমেটো ৪০ টাকা, বেগুন ৪০ থেকে ৫০ টাকা, গাজর ৪০, কাঁচা মরিচ ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

মাংসের বাজারে প্রতিকেজি ব্রয়লার মুরগি ১৬০ টাকা, লেয়ার ২৪০, সোনালী ২৮০ থেকে ৩শ ও দেশি মুরগি ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এসব বাজারে প্রতিকেজি মিনিকেট ৬০ টাকা, বাসমতি ৭০ টাকা, গোবিন্দ ভোগ ১০০ টাকা বিক্রি হচ্ছে।

মাছের বাজারে প্রতিকেজি রুই ২৫০ থেকে ২৬০ টাকা, কাতলা ২৮০ টাকা, তেলাপিয়া ১৫০ টাকা, চিংড়ি ৬০০ টাকা, রূপচাঁদা ১২শ টাকা বিক্রি হচ্ছে।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM