ইউপিতে আ.লীগকে ছাড়িয়ে গেলেন স্বতন্ত্র প্রার্থীরা

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন আওয়ামী লীগকে ছাড়িয়ে গেলেন স্বতন্ত্র প্রার্থীরা। অবশ্য স্বতন্ত্রদের বেশিরভাগই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন।

- Advertisement -

বুধবার (৫ জানুয়ারি) অনুষ্ঠিত ৭০৮টি ইউপির মধ্যে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) পর্যন্ত ৬৯২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীর ফলাফল সমন্বয় করেছে নির্বাচন কমিশন। এতে দেখা গেছে, ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে ৩৪১ জন নির্বাচিত হয়েছেন। অন্যদিকে ৩৪৬ জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।

- Advertisement -google news follower

নির্বাচনে চারটি রাজনৈতিক দল অংশগ্রহণ করে। দেশের অন্যতম বৃহৎ দল বিএনপি অংশগ্রহণ করেনি। এ নির্বাচনে আওয়ামী লীগ ছাড়াও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের (খেজুর গাছ) দুজন, জাতীয় পার্টির (লাঙ্গল) ২ জন ও বাংলাদেশ জাতীয় পার্টির (কাঁঠাল) একজন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM