৯৯৯-এ ফোন করেছেন ডা. মুরাদের স্ত্রী, বাসায় পুলিশ

0

সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের স্ত্রী ডা. জাহানারা এহসান জাতীয় জরুরি সেবার নম্বর ‘৯৯৯’-এ ফোন করে পুলিশের সহযোগিতা চেয়েছেন। ডা. মুরাদের বাসায় গেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুরে জরুরি সেবার নম্বরে ফোন করেন ডা. জাহানারা। তিনি অভিযোগ করেন যে, তাকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। ‘৯৯৯’ থেকে বিষয়টি ধানমন্ডি থানাকে জানানো হয়।

এদিন সন্ধ্যায় ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরাম আলী মিয়া বলেন, ‘৯৯৯ থেকে ফোন পাওয়ার পর সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বাসায় পুলিশ পাঠানো হয়েছে। স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন ডা. জাহানারা। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM