করোনায় আক্রান্ত হলেন সৃজিত মুখার্জি

0

টলিউডের জনপ্রিয় চিত্রনির্মাতা সৃজিত মুখার্জির করোনা আক্রান্ত হয়েছেন। কোভিড পজিটিভ হওয়ার পর আইসোলেশনে রয়েছেন তিনি।

সামাজিক মাধ্যমে আক্রান্ত হওয়ার বিষয়টি সৃজিত নিজেই জানিয়েছেন।

তিনি ফেসবুকে লেখেন, আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।

আমি আইসোলেশনে রয়েছি। ৭২ ঘণ্টার মধ্যে যারা যারা আমার সংস্পর্শে এসেছেন, তাদের সবাইকে করোনা টেস্ট করানোর অনুরোধ করছি।

ডিসেম্বরে স্ত্রী মিথিলার সঙ্গে ঢাকা এসেছিলেন সৃজিত। বেশ কিছুদিন শ্বশুরবাড়িতে ছিলেন তিনি।

তবে নিজের আক্রান্ত হওয়ার কথা জানালেও মিথিলা বা তার পরিবারের আর কেউ আক্রান্ত কিনা, সেটা এখনো জানাননি ‘গুমনামি’খ্যাত পরিচালক।

এদিকে একই দিনে করোনা আক্রান্ত হওয়ার খবর দিয়েছেন ওপার বাংলার সংগীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়।

নিজের কোভিড পজিটিভ হওয়ার কথা জানিয়ে শনিবার সন্ধ্যায় টুইটারে জিৎ লেখেন, আমি করোনা আক্রান্ত হয়েছি। অল্প উপসর্গ রয়েছে কিন্তু তেমন কিছু অসুবিধা হচ্ছে না। নিজেকে আইসোলেট করে রেখেছি।

জয়নিউজ/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM