চট্টগ্রামে ২৪ ঘণ্টায় মৃত্যু নেই, শনাক্ত ১৫

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার দশমিক ৯৬ শতাংশ। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৫৯৯ জন।

- Advertisement -

এদিন করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এনিয়ে জেলায় মারা গেছেন মোট ১ হাজার ৩৩২ জন।

- Advertisement -google news follower

বুধবার (২৯ ডিসেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১২টি ল্যাবে ১ হাজার ৫৫৬টি নমুনা পরীক্ষা করা হয়।

এরমধ্যে ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৩৪৯ নমুনা পরীক্ষায় ১ জন, ১৬ জনের অ্যান্টিজেন টেস্টে ২ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩২৬ নমুনা পরীক্ষায় ২ জনের করোনা শনাক্ত হয়।

- Advertisement -islamibank

এছাড়া শেভরন হাসপাতাল ল্যাবে ৪৪৫ নমুনা পরীক্ষায় ৩ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৪১ নমুনা পরীক্ষায় ২ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ৬ নমুনা পরীক্ষায় ৩ জন এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৭ নমুনা পরীক্ষায় ২ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

নতুন আক্রান্ত ১১ জন মহানগর এলাকার ও ৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা রয়েছেন।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM