ফিলিপাইনে আঘাত হেনেছে টাইফুন রাই, নিহত ১২

শক্তিশালী টাইফুন ‘রাই’- এর আঘাতে ফিলিপাইনে দক্ষিণাঞ্চলে অন্তত ১২ জন মারা গেছেন। ধ্বংসস্তূপে আটকা পড়ায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

- Advertisement -

টাইফুনের প্রভাবে বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টিপাতে বন্যা দেখা দিয়েছে। টাইফুন ‘রাই’-এর আঘাতে বিধ্বস্ত ফিলিপিন্সের দক্ষিণ-পূর্বাঞ্চল।

- Advertisement -google news follower

ঘণ্টায় ১৯৫ কিলোমিটার বেগে শক্তিশালী টাইফুনের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য বাড়িঘর। উপড়ে গেছে শত শত গাছপালা। বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে পড়েছেন অর্ধ লাখ মানুষ।

ফেরি ও কার্গো জাহাজের কর্মীসহ, দক্ষিণ ও মধ্যাঞ্চলের বন্দরগুলোতে আটকা পড়েছেন হাজার হাজার মানুষ।

- Advertisement -islamibank

তবে প্রাণহানির আশঙ্কায় উপকূলের কয়েক হাজার বাসিন্দাসহ এক লাখ মানুষকে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে স্কুল-অফিস বন্ধ করে দেয়াসহ বেশিরভাগ অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করেছে প্রশাসন। লোকজনকে সমুদ্র ভ্রমণ থেকে বিরত থাকারও নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

আবহাওয়া অফিস বলছে, চলতি বছর দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে শক্তিশালী টাইফুনের কবলে পড়েছে দেশটি। এর প্রভাবে অন্তত ১ কোটি ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে ধারণা করছে জাতিসংঘ।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM