নগরে বিনম্র শ্রদ্ধায় শহীদদের স্মরণ, শহীদ মিনারে মানুষের ঢল

0

বিজয় দিবসে প্রথম প্রহরে ৫০ বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় দিবসের কর্মসূচি শুরু করে চট্টগ্রাম জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ভোরে জেলা প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কামরুল হাসান, জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, উপ পরিচালক (স্থানীয় সরকার) বদিউল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমনী আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আ স ম জামশেদ খোন্দকারসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

সকাল থেকেই নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে নানা শ্রেণী পেশার মানুষের ঢল নামে। ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি।

এদিকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবসের অনুষ্ঠানমালা।

বৃহস্পতিবার সকাল ৮টায় নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সূচনা হয়।

বাংলাদেশ পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কারারক্ষী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনী শেষে পুরস্কার বিতরণ করা হয়।

সকাল সাড়ে ১১টায় বীর মুক্তিযোদ্ধাদের জেলা প্রশাসকের কার্যালয়ের শেখ রাসেল চত্বরে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও বিকেল সাড়ে ৩টায় রয়েছে শপথগ্রহণ অনুষ্ঠান।

এরপর সন্ধ্যা ৬টায় এম এ আজিজ স্টেডিয়ামে জমকালো আতশবাজি ও লেজার শো’র আয়োজন করা হয়েছে।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM