হাটহাজারীতে ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

0

হাটহাজারীতে মো. এরশাদ (৪০) নামে এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ভোরে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি হাটহাজারী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের খন্দকারপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, পৌর এলাকার কাছারি রোড এলাকার এন জহুর শপিং সেন্টারের মিম কসমেটিকস নামে একটি দোকান পরিচালনা করতেন এরশাদ।

হাটহাজারী থানার উপ পরিদর্শক আমিরুল মুজাহিদ জানান, সুরতহাল শেষে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে৷ তারা গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM