তাপমাত্রা কমে বাড়বে শীতের তীব্রতা, আসছে শৈত্যপ্রবাহ

0

ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে কয়েকদিনের বৃষ্টির কারণে শীত মৌসুমের আমেজে পাওয়া গেলেও এখন রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এখন থেকে রাতের তাপমাত্রার সঙ্গে সঙ্গে দিনের প্রথম ও শেষ ভাগেও তাপমাত্রা কম থাকবে। মাসের মাঝামাঝি একটি শৈত্যপ্রবাহেরও পূর্বাভাস রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামী ২৪ ঘণ্টা আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে। সকালের দিকে দেশের কোথাও কোথাও কুয়াশাচ্ছন্ন থাকতে পারে। আর রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যাবে। কমবে দিনের তাপমাত্রাও।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, সোমবার থেকে রাজশাহী, রংপুর, যশোর ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। ধীরে ধীরে এর বিস্তার ঘটবে। চলতি সপ্তাহে বিভিন্ন স্থানে তাপমাত্রা কমে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাবে।

রোববার (১২ ডিসেম্বর) পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

জয়নিউজ/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM