ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে ক’দিনের টানা বৃষ্টিতে জনজীবনে নেমেছে দুর্ভোগ। নগরের নিচু এলাকায় উঠেছে জোয়ারের পানি। এতে সবচেয়ে সমস্যায় পড়েছে জীবন-জীবিকার তাগিদে বের হওয়া মানুষগুলো। পানি ভেঙে তাদের যেতে হচ্ছে কাজে। আগ্রাবাদ সিডিএ এলাকা ২৭ নম্বর রোড থেকে জনদুর্ভোগের এই ছবিগুলো তুলেছেন জয়নিউজের আলোকচিত্রী বাচ্চু বড়ুয়া