কক্সবাজারে অপহৃত ৪ শিক্ষার্থী উদ্ধার

কক্সবাজারের রামুতে অপহরণের শিকার হওয়া ৪ শিক্ষার্থীকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পৃথক আভিযানিক দল।

- Advertisement -

এ সময় অপহরণ চক্রের সদস্য ৭ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর) সকালে র‍্যাব-১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

- Advertisement -google news follower

তিনি জানান, শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে কক্সবাজারের টেকনাফের নয়াপাড়ার শালবন পাহাড় থেকে মোহাম্মদ কায়সার নামের এক শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। পরে একই পাহাড় থেকে জাহিদুল ইসলাম মামুন এবং মিজানুর রহমানকে উদ্ধার করা হয়। এবং র‍্যাব অভিযান চালিয়ে ওইদিন দিবাগত রাতে অপর ভিকটিম আরেক মিজানুর রহমানকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM