অবশেষে নালায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

0

নগরের ষোলশহর এলাকায় নালায় তলিয়ে নিখোঁজ হওয়া  শিশু মো. কামালের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বেলা ১২টার দিকে মুরাদপুর এলাকার মির্জা খাল থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমেদ। তিনি বলেন, আজ (বৃহস্পতিবার) সকালে তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযানের একপর্যায়ে মুরাদপুর এলাকার মির্জা খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

গত সোমবার (৬ ডিসেম্বর) ষোলশহরের চাঁন্দগাও সার্কেলের ভূমি অফিসের সামনের নালায় নেমে শিশু কামাল নিখোঁজ হয়। তবে ঘটনার পরদিন বিকেলে বিষয়টি জানাজানি হয়। এরপরেই টানা অভিযান শুরু করে ফায়ার সার্ভিস।

চট্টগ্রামে এনিয়ে গত সাড়ে ৪ মাসে নালায়-খালে পড়ে ৫ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এরমধ্যে গত ৫ আগস্ট মুরাদপুর মোড়ে সালেহ আহমদ নামে এক ব্যক্তি নালায় তলিয়ে যান। এখনো তাঁর খোঁজ মেলেনি।

জয়নিউজ/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM