রেললাইনে ট্রেনে কাটা পড়ে ৩ শিশুসহ নিহত ৪

0

নীলফামারীর সদরে রেললাইনের ওপর বসে রোদ পোহাচ্ছিলো ৩ শিশু। কুয়াশার কারণে ট্রেন দেখতে পায়নি তারা। এসময় খুলনাগামীটিকে ট্রেন দেখে তাদের বাঁচাতে দৌড়ে যায় আরেকজন। পরে ৪ জনই ট্রেনে কাটা পড়ে মারা যায়।

বুধবার (৮ ডিসেম্বর) ভোরে বৌ বাজার রেলস্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, উপজেলার চিলাহাটি থেকে খুলনায় যাচ্ছিলো ট্রেনটি। এসময় রেললাইনের ওপর বসে ওই ৩ শিশু। কুয়াশার কারণে ট্রেন দেখতে পায়নি তারা। এসময়  ট্রেন আসতে দেখে তাদের বাঁচাতে দৌড়ে যায় আরেকজন। পরে ৪ জনই ট্রেনে কাটা পড়ে মারা যায়।

খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানা যায়নি। তবে স্থানীয়দের ভাষ্যমতে নিহতদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য।

জয়নিউজ/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM