চট্টগ্রামে করোনায় নতুন আক্রান্ত নেই

0

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন আক্রান্ত নেই। এ সময়ে কেউ মৃত্যুবরণও করেনি। এর আগে গত ২২ নভেম্বর করোনাশূন্য ছিল চট্টগ্রাম।

শনিবার (৪ ডিসেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়। গত ২৪ ঘণ্টায় ৮টি ল্যাবে ১ হাজার ২০৮টি নমুনা পরীক্ষা করা হয়।

এ পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৪১৫ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৪ হাজার ১০০ জন এবং উপজেলায় ২৮ হাজার ৩১৫ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৩১ জনের মধ্যে ৭২৩ জন মহানগর এবং ৬০৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

জয়নিউজ/এসআই

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM