চবিতে হল থেকে রামদা উদ্ধার : জীবন আটক

0

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের জেরে পাঁচটি আবাসিক হলে তল্লাশি চালিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) বিকাল চারটার দিকে পরিচালিত এ অভিযানে বেশ কিছু দেশি অস্ত্র উদ্ধার করা হয়।

এর আগে দুপুর দেড়টার দিকে সোহরাওয়ার্দী হল থেকে শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক ও বিজয় গ্রুপের নেতা জাহাঙ্গীর জীবনকে আটক করা হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আকতারুজ্জামান জয়নিউজকে জানান, চবির শাহ আমানত হল, সোহরাওয়ার্দী হল, এফ রহমান হল, আলাওল হল এবং শহীদ আব্দুর রব হলে তল্লাশি চালানো হয়। অভিযানে উদ্ধার করা হয় রামদা, রড, কাঁচের বোতল, পাথর ও লাঠি।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, হলে তল্লাশি চালিয়ে দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

ক্যাম্পাসকে কেউ যেন অস্থিতিশীল করতে না পারে এ ব্যাপারে ব্যবস্থা নিতে পুলিশকে বলে দেওয়া হয়েছে।

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM