চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত-মৃত্যুতে শূন্য

0

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হননি কেউ। একইদিনে করোনায় মারাও যাননি কেউ।

সোমবার (২২ নভেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৭টি ল্যাবে ৭৯২টি নমুনা পরীক্ষা করা হয়।

এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৬ জনের, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৩৫৭ জনের, শেভরন হাসপাতাল ল্যাবে ৩৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এছাড়া জেনারেল হাসপাতালের আরটিআরএল ল্যাবে ৪ জনের, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৩৭ জনের, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৩৭ জনের এবং মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ১১ জনের নমুনা পরীক্ষা করা হয়।

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৩৫০ জন। এর মধ্যে নগর এলাকায় ৭৪ হাজার ৫০ জন এবং উপজেলায় ২৮ হাজার ৩০০ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৩০ জন।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM