চট্টগ্রামে করোনা শনাক্তের হার ০.৭২ শতাংশ

0

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৭৫টি নমুনায় ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার দশমিক ৭২ শতাংশ। এদিন কারও মৃত্যু হয়নি।

শনিবার (২০ নভেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে ৯টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। নতুন আক্রান্ত ১০ জনের মধ্যে ৬ জন মহানগর এলাকার এবং ৪ জন উপজেলার বাসিন্দা।

এ পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৩৪৭ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৪ হাজার ৪৮ জন এবং উপজেলায় ২৮ হাজার ২৯৯ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৩০ জনের মধ্যে ৭২৩ জন মহানগর এবং ৬০৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM