এইচএসসি পরীক্ষায় প্রশ্ন, নম্বর ও সময় যেমন হবে

আগামী ২ ডিসেম্বর শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবারের পরীক্ষায় প্রশ্ন, নম্বর ও সময় কেমন হবে, তা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

- Advertisement -

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, এইচএসসি ও সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীরা ২৫টি এমসিকিউ’র (বহু নির্বাচনী প্রশ্ন) মধ্যে ১২টির উত্তর দেবে। এজন্য সময় বরাদ্দ ১৫ মিনিট। তত্ত্বীয় পরীক্ষায় আটটি প্রশ্নের মধ্যে দুটির উত্তর দিতে হবে। এতে সময় পাওয়া যাবে ১ ঘণ্টা ১৫ মিনিট।

- Advertisement -google news follower

মানবিক ও ব্যবসায় শাখার পরীক্ষার্থীদের ৩০টি এমসিকিউ’র মধ্যে ১৫টির উত্তর দিতে হবে। এজন্য সময় থাকবে ১৫ মিনিট। তত্ত্বীয় পরীক্ষায় ১১টি প্রশ্নের মধ্যে ৩টির উত্তর দিতে হবে। সময় পাওয়া যাবে ১ ঘণ্টা ১৫ মিনিট।

পরীক্ষা শুরুর আগে হল পরিদর্শকরা এসব বিষয় পরীক্ষার্থীদের অবশ্যই অবহিত করবেন।

- Advertisement -islamibank

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে তত্ত্বীয় পরীক্ষা ২ ডিসেম্বর শুরু হয়ে ৩০ ডিসেম্বরে শেষ হবে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা ২ ডিসেম্বর শুরু হয়ে ১৯ ডিসেম্বরে শেষ হবে। কারিগরি শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা ২ ডিসেম্বর শুরু হয়ে ৮ ডিসেম্বরে শেষ হবে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM