সিসিইউতে ভর্তি মির্জা আব্বাস

0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস বুকে ব্যথা অনুভব করায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উনি বুকে ব্যথা অনুভব করছিলেন। হাসপাতালে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে গতকাল রাত দেড়টার দিকে ভর্তি করা হয়। এখন সিসিইউতে আছেন। উনার অবস্থা আগের চেয়ে একটু ভালো। উনাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে।

তিনি ওই হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

স্ত্রী আফরোজা আব্বাস তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন।

মির্জা আব্বাস ১৯৯১ সাল থেকে ১৯৯৪ সাল পর্যন্ত অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র ছিলেন। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির (সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটি) সদস্য।

জয়নিউজ/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM