চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের করোনার টিকাদান শুরু

চট্টগ্রামে স্কুল শিক্ষার্থীদের আগে প্রায় ৩৫ হাজার এইচএসসি পরীক্ষার্থীকে টিকা দেওয়া হচ্ছে।

- Advertisement -

মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে নগরের তিনটি কেন্দ্রে একযোগে টিকাদান কার্যক্রম শুরু হয়।

- Advertisement -google news follower

কেন্দ্রগুলো হলো চট্টেশ্বরী রোডের চিটাগং গ্রামার স্কুল, ইস্পাহানি মোড়ের স্যার মরিস ব্রাউন ইন্টার ন্যাশনাল স্কুল এবং একে খান মোড়ের মির্জা আহমেদ ইস্পাহানি উচ্চ বিদ্যালয়। এ তিনটি স্কুলে ৮টি বুথে চলছে এ টিকা কার্যক্রম।

প্রথমদিন চট্টগ্রাম কলেজ, বাংলাদেশ মহিলা সমিতি স্কুল এন্ড কলেজ ও সরকারী মহিলা কলেজের পরীক্ষার্থীদের টিকা দেওয়া হয়।

- Advertisement -islamibank

নগরের চিটাগং গ্রামার স্কুল কেন্দ্রে আসা চট্টগ্রাম কলেজের ছাত্র মো. তানজিন আহমেদ বলেন, আমরা এতো দ্রুত দিতে পারবো সেটা আশা করিনি। আর কোনো কষ্ট ছাড়াই লাইনে না দাড়িয়ে ভ্যাকসিন দিতে পেরেছি।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে জানানো হয়েছে, আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষাদের টিকা প্রদানের মধ্য দিয়ে চট্টগ্রামে শিক্ষার্থীদের টিকা প্রদান শুরু হয়েছে। প্রথমদিন তিনটি কেন্দ্রে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের দুই হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। পর্যাক্রমে টিকাকেন্দ্র এবং শিক্ষা প্রতিষ্ঠান ও টিকার পরিমাণ বাড়ানো হবে।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM