আমবাগানে হানিফ হত্যা: প্রধান আসামি সোহেল আটক

0

নগরের আমবাগান এলাকায় হানিফ হত্যা মামলার প্রধান আসামি মো. সোহেল প্রকাশ ভাণ্ডারীকে (২১) আটক করেছে র‍্যাব।

রোববার (১৪ নভেম্বর) সকালে গণমাধ্যমকে জানান র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার।

আটক সোহেল শরীয়তপুর জেলার নইরা এলাকার আমির হোসেন ছেলে।

৮ নভেম্বর বিকেলে নগরের আমবাগান রেলওয়ে কলোনির তরুণ সংঘ মাঠের পাশে বায়তুল আমান জামে মসজিদের সামনে ছুরিকাঘাতে মো. হানিফ নিহত হয়। আরেক ভাই অনিক ছুরিকাঘাতে গুরুতর আহত হয়।

এ ঘটবায় পরেরদিন ৯ নভেম্বর নিহত মো.হানিফের ভাই জয়নাল আবেদিন বাদী হয়ে খুলশী থানায় দশ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।

জয়নিউজ/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM