সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে হাতির মৃত্যু

0

সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে একটি বন্যহাতির মৃত্যু হয়েছে। শনিবার (৬ নভেম্বর) সোনাকানিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আজগর শাহারা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, খাবারের সন্ধানে পাহাড় থেকে প্রায়সময় হাতির পাল নেমে আসে। এসব হাতি ক্ষেতের পাকা ধান নষ্ট করে। তাই ক্ষেত বাঁচাতে বসানো বিদ্যুতের তারে জড়িয়ে হাতিটি মারা গেছে। শনিবার সকালে হাতিটি দেখতে পেয়ে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে বনবিভাগের কর্মকর্তাদের খবর দেওয়া হয়।

মাদার্শা রেঞ্জের মোহাম্মদ মামুন মিয়া বলেন, শনিবার ভোরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মৃত হাতিটি উদ্ধার করি। এটি মা হাতি। ডুলাহাজার সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডা. মোস্তাফিজুর রহমান হাতিটির ময়নাতদন্ত করছেন। ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM