ফ্লাইওভারের র‌্যাম্পের সেই ‘ফাটল’ পরিদর্শনে চসিকের বিশেষজ্ঞ দল

নগরের বহদ্দারহাটের এমএ মান্নান ফ্লাইওভারের র‌্যাম্পের ‘ফাটল’ পরিদর্শন করেছেন চসিকের একটি বিশেষজ্ঞ দল।

- Advertisement -

মঙ্গলবার (২ নভেম্বর)  দুপুরে ওই পরিদর্শন দলের সদস্যরা সেখানে পরিদর্শনে যান।

- Advertisement -google news follower

তিন সদস্যের ওই বিশেষজ্ঞ দলে ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রফেসর ড. আব্দুর রহমান এবং  সড়ক ও জনপথ অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাফিজুর রহমান ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম।

পরে চসিকের প্রধান প্রকৌশলী গণমাধ্যমকে জানান, সরেজমিন র‌্যাম্পটি আমরা পরিদর্শন করেছি । এরপর কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

- Advertisement -islamibank

চাদগাঁওমুখী ওই র‌্যাম্প দিয়ে ভারী যানবাহনের চলাচল বন্ধে ইতিমধ্যে ব্যারিয়ার গেট স্থাপন করা হয়েছে। শিগগির যানবাহন চলাচলের জন্য র‌্যাম্পটি খুলে দেওয়ার প্রস্তুতি সম্পন্ন করছে কর্তৃপক্ষ।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM